বঙ্গবন্ধু, অবিনাশী তর্জনী: মুস্তফা কামরুল আখতার

 

বঙ্গবন্ধু, অবিনাশী তর্জনী

মুস্তফা কামরুল আখতার

যখন আমার দেশটির কথা বলি, ইতিহাসজুড়ে

আমি শুধু তাঁর কথাই বলি।

আমার শৈশবস্মৃতির বুকছেষট্টি,

ঊনসত্তর। সত্তর। উত্তাল এই জনপদ।

সেই অমোঘ আহ্বান, গণজোয়ারে প্রাণ

সেই চেতনা দুর্নিবার, যার চিরজীবী বিস্তার

সেই অবিনাশী তর্জনী, অনির্বাণ পথনির্দেশ

'এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম।'

আসে একাত্তর। মুক্তিযুদ্ধ, রক্তাক্ত পলিমাটি।

একটি পতাকা...

গাঢ় সবুজ। মাঝে লাল বৃত্ত।

সংগ্রামমুখর মুখাবয়ব, দৃঢ় বজ্রকণ্ঠ-বাণী

ফিরে আসেন স্বাধীন মানচিত্রে

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি

রাজনীতির কবি

চোখজুড়ে স্বপ্ন তাঁর, শত্রুমুক্ত নির্ভীক স্বদেশ...

ফিরে আসেন স্বাধীন মানচিত্রে

অথচ অবিশ্বাস্য পচাত্তর, পৈশাচিক বুলেট

রক্তাক্ত বত্রিশ নম্বর, হিংস্র শকুনের ছায়া

জেগে উঠি, দুঃস্বপ্ন ভেঙে খুঁজি, প্রাণপণে

মুছে দিতে চাই হন্তারক তোদের ঘৃণ্য হাত

আমাদের ভোরগুলো আসে গাঢ় আশ্বাস হয়ে,

বঙ্গবন্ধুর মৃত্যু নেই, মৃত্যু নেই...

ঘিরে আছেন বদ্বীপের হৃদয়

ছাপ্পান্ন হাজার বর্গমাইলে প্রতিটি সাহসের বুকে

গড়ে ওঠে নাম, শেখ মুজিবুর রহমান

আজও ফিরতে থাকি তাঁর দীর্ঘ গাঢ় ছায়ায়


প্রফেসর মুস্তফা কামরুল আখতার ১৪শ বিসিএস (সাধারণ শিক্ষা)

Comments

Popular posts from this blog

টেকসই উন্নয়নে মূল্যবোধ: মোসলেম উদ্দিন