পাঠ: সোহেল হাসান গালিব
পাঠ
সোহেল হাসান গালিব
উপন্যাস উল্টো দিক থেকে পাঠ করি। চরিত্রেরা ফিরে আসে ঘটনার আরম্ভবিন্দুতে। অতএব এখনই সতর্ক হও। তোমার অবগাহন এইখানে ফেলে রেখে, এই সমুদ্রসংগম থেকে উঠে যাই সেই পাহাড়-চূড়ায়, উল্টাধারা নদীটির মতো, যেখান থেকে শুরু হয় গতি ও পতন—বিস্ফোরণ—জীবনের—
সমস্তই এবার খোলাশা হবে—যাকে বলে গ্রন্থিমোচন। গিলে-খাওয়া ডালপালা সব উগরে ফেলে, ভুঞ্জিত কুঞ্জের পাশে এসে ডাইনোসরও ধরা দেবে তার গর্জনগানে। পঞ্চবটী বনের ভেতর গিয়ে রামায়ণ-পাঠে এই সত্য বুঝে যাই।
দেখা হয় নগর-বাহিরে ডোমনির সাথে, কাঙ্গুচিনা ফুল কুড়াতে কুড়াতে। সোমপুর বিহারে কখন জ্বলে ওঠে দীপ সন্ধ্যাবেলা—মনে হয় গুরুগৃহে ফেরার সময় হলো।
সোহেল
হাসান গালিব , সহযোগী অধ্যাপক ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ,
নায়েম, ঢাকা (২৪তম বিসিএস)
Comments
Post a Comment